নতুন কোচের আগমনে ম্যানইউ ছাড়লেন নিস্টলরয়

ফুটবল
এখন মাঠে
0

ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায় শেষ হয়ে গেছে রুদ ফন নিস্টলরয়ের। নতুন কোচ হুবেন আমুরির কোচিং স্টাফে জায়গা না পেয়ে ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে গেছেন ক্লাবের সাবেক এই স্ট্রাইকার।

পর্তুগিজ কোচ আমুরি ইউনাইটেডে পা রাখেন সোমবার। সঙ্গে আনেন নিজের আগের ক্লাব স্পোর্টিং লিসবনের সহকারীদের যাদের নিয়েই নতুন ক্লাবে কাজ করতে চান আমুরি। গেল জুলাইয়ে সহকারী কোচ হিসেবে দুই বছরের চুক্তিতে ইউনাইটেডে যোগ দেন ফন নিস্টলরয়।

দলের টানা বাজে পারফরম্যান্সে গত মাসের শেষ দিকে প্রধান কোচ এরিক টেন হাগকে বরখাস্ত করে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দেয়া হয় তাকে। তার কোচিংয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচে অপরাজিত থাকে ইউনাইটেড। এর আগে খেলোয়াড় হিসেবে ইউনাইটেডে পাঁচ মৌসুমে ২১৯ ম্যাচে ১৫০ গোল করেন ফন নিস্টলরয়।

এএম