লিভারপুলের জয়ের রাতে ম্যানইউর হার

ফুটবল
এখন মাঠে
0

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের জয়ের রাতে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। হটস্পারের মাঠে উত্তেজনায় ঠাসা ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়েছিল রেড ডেভিলরা। তবে ম্যাচের ১৩ মিনিটে গোল আদায় করে নেন স্বাগতিক মিডফিল্ডার ম্যাডিসন।

এরপর থেকে আরো কিছু সুযোগ তৈরি করলেও গোল শোধ করতে পারেনি অতিথিরা। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে হটস্পার। এই হারে ১৯৭৩-৩৪ মৌসুমের পর লিগে প্রথমবার ২৫ ম্যাচের ১২টিই হেরেছে ম্যানইউ।

একই সাথে ৩৫ বছর পর লিগের দুই রাউন্ডেই হটস্পারের বিপক্ষে হেরেছে আমোরিমের দল। আরেক ম্যাচে অ্যানফিল্ডে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়ে শীর্ষস্থান আরো মজবুত করলো লিভারপুল।

ম্যাচের প্রথমার্ধেই ২ গোলের লিড পায় অল রেডরা। দ্বিতীয়ার্ধে উলভস এক গোল শোধ করলেও লিভারপুলের জয়যাত্রা আটকাতে পারেনি

এএইচ