এরপর থেকে আরো কিছু সুযোগ তৈরি করলেও গোল শোধ করতে পারেনি অতিথিরা। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে হটস্পার। এই হারে ১৯৭৩-৩৪ মৌসুমের পর লিগে প্রথমবার ২৫ ম্যাচের ১২টিই হেরেছে ম্যানইউ।
একই সাথে ৩৫ বছর পর লিগের দুই রাউন্ডেই হটস্পারের বিপক্ষে হেরেছে আমোরিমের দল। আরেক ম্যাচে অ্যানফিল্ডে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়ে শীর্ষস্থান আরো মজবুত করলো লিভারপুল।
ম্যাচের প্রথমার্ধেই ২ গোলের লিড পায় অল রেডরা। দ্বিতীয়ার্ধে উলভস এক গোল শোধ করলেও লিভারপুলের জয়যাত্রা আটকাতে পারেনি