শ্রীলঙ্কা সফরে একটি প্রস্তুতি ম্যাচসহ ছয়টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২৪ এপ্রিল প্রস্তুতিমূলক ম্যাচ খেলার মাধ্যমে শুরু হবে সিরিজ। আর শেষ হবে মে মাসের ৮ তারিখে।
ইমার্জিং এশিয়া কাপে শিরোপা জেতার পর আর কোনো সিরিজ খেলার সুযোগ পায়নি অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। আজিজুল হাকিম তামিম ও ইকবাল হোসেন ইমন বিপিএলে দল পেলেও তেমন ম্যাচ খেলার সুযোগ পাননি।
তাই শ্রীলঙ্কা সফরের মধ্য দিয়ে প্রায় চার মাস পর আবারও খেলায় ফেরার সুযোগ পাচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করা জুনিয়র টাইগাররা।