কাতারে বাংলাদেশের ফুটবল সংস্কৃতি তুলে ধরবেন দুই নারী ফুটবলার

কাতারে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী চার ক্রীড়াবিদ
ফুটবল
এখন মাঠে
0

কাতার সফরে বাংলাদেশের ফুটবল সংস্কৃতি তুলে ধরতে চান দুই নারী ফুটবলার আফঈদা খন্ডকার ও শাহেদা আক্তার। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হতে পেরে নিজেদের সম্মানিত মনে করছেন তারা। কাতারের ফুটবল ক্লাবগুলো ঘুরে দেখার পাশাপাশি বাংলাদেশের সাথে প্রীতি ম্যাচ আয়োজন ও নিয়মিত ক্যাম্প করার ব্যাপারে আলোচনা করতে চান কাতার ফুটবল ফেডারেশনের সাথে।

প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন চার ক্রীড়াবিদ। তাদের আমন্ত্রণ জানিয়েছে কাতার ফাউন্ডেশন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হওয়াকে গর্বের ব্যাপার বলে মানছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা।

তিনি বলেন, 'অবশ্যই আনন্দের। কারণ এটা তো সবার ভাগ্যে হয় না। এটা আমাদের হয়েছে দেখে আমরা খুবই খুশি। বিভিন্ন ক্লাবগুলোতে আমরা ভিজিট করতে যেতে পারি। তো এগুলোই বলা হয়েছে যে মরা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো আরকি।'

কাতারে গিয়ে বাংলাদেশের ফুটবল সংস্কৃতি তুলে ধরতে চান আফঈদা ও শাহেদা। বাংলাদেশের ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন ও ফুটবলারদের সীমাবদ্ধতার কথা জানাতে চান সংশ্লিষ্টদের।

আরো পড়ুন:

আফঈদা খন্ডকার বলেন, 'আমাদের প্ল্যান হচ্ছে আমাদের ফুটবলটাকে কীভাবে ওখানে তুলে ধরবো, আমাদের তো তেমন সুযোগ-সুবিধা আমরা এখানে পাই না। যদি আমরা ওখানে গিয়ে ক্যাম্প করার সুযোগ পাই এটাই আমাদের মেইন উদ্দেশ্য থাকবে, বাংলাদেশের ফুটবলটাকে ওখানে তুলে ধরার জন্য। বিভিন্ন ক্লাবের মাঠে গিয়ে আমাদের অনুশীলন করতে হচ্ছে। মাঠটাই আমাদের বেশি সমস্যা। ওই দেশের ফুটবলার বা যারা আছে তাদের সাথে আমাদের দেখা করাবে তো তখন এ বিষয় নিয়ে কথা বলতে হবে।'

কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়াম ঘুরে দেখতে চান দুই নারী ফুটবলার। সেই সাথে কাতারের ক্লাবগুলোর সাথে পরিচিত হতে চান তারা।

এসএস