ফেডারেশন কাপ ফাইনাল দেখতে ময়মনসিংহের পথে রওনা দেন তিনি। তিন সপ্তাহের বেশি ছুটি কাটিয়ে আবার ও দেশে ফিরলেন তিনি। রাস্তার জ্যাম বিবেচনায় হোটেলে না গিয়ে সরাসরি ময়মনসিংহ যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তার সঙ্গে আছেন সহকারী কোচ হাসান আল মামুন।
১০ জুন বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইপর্বের পরবর্তী ম্যাচ। সেই ম্যাচকে সামনে রেখে বাফুফের জাতীয় দল কমিটি সভায় বসবে ২৩ এপ্রিল । বাংলাদেশ-ভারত ম্যাচ ও কোচের দল নির্বাচন নিয়ে আলোচনা হবে এই সভায়।