দুইবার লিড নিয়েও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে আরতেতার দলকে। ম্যাচের তৃতীয় মিনিটে ফ্রি-কিক থেকে বল পেয়ে ইয়াকুব কিভিওর গোলে লিড নেয় আর্সেনাল।
২৭ মিনিটে এবেরেচি এজের দারুণ ভলিতে সমতায় ফেরে ক্রিস্টাল প্যালেস। তবে প্রথমার্ধের ৪২ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার গোলে ২-১ গোলে লিড নিয়ে বিরতিতে যায় আর্সেনাল।
দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে বদলি নামা জাঁ ফিলিপ মাতেতার দুর্দান্ত চিপ শটে জয় বঞ্চিত হয় আর্সেনাল। আরতেতার দল ম্যাচ হারলে সাথে সাথেই লিগ শিরোপা জয়ের উৎসব শুরু করতে পারত ১২ পয়েন্ট আর ১০ গোলের ব্যবধানে এগিয়ে থাকা লিভারপুল।
তবে এখন তাদের অপেক্ষা করতে হবে ২৯ তারিখ টটেনহাম ম্যাচ পর্যন্ত।