এ ঘটনায় আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মহিষকুণ্ডি এলাকায় সংবাদ সম্মেলনে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়ায় দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
একইসঙ্গে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, চলতি মাসে দৌলতপুর সীমান্তে এটি প্রথম অস্ত্র উদ্ধারের ঘটনা নয়। এর আগে ১ জানুয়ারি র্যাব-১২ এর সদস্যরা থানা এলাকা থেকে দুই আসামিসহ বিদেশি পিস্তল ও রিভলবারসহ অস্ত্র উদ্ধার করে।
এছাড়া পৃথক অভিযানে ৪৭ বিজিবি মালিকবিহীন আরও দুটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেন।





