দৌলতপুর সীমান্ত থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

উদ্ধার করা অস্ত্র
এখন জনপদে
অপরাধ
0

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে দু’টি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (সোমবার, ১২ জানুয়ারি) দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের সীমান্তবর্তী আতারপাড়া মাঠ এলাকায় নিয়মিত টহলের সময় পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির চরচিলমারী বিওপির একটি টহল দল।

এ ঘটনায় আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মহিষকুণ্ডি এলাকায় সংবাদ সম্মেলনে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়ায় দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

একইসঙ্গে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন:

উল্লেখ্য, চলতি মাসে দৌলতপুর সীমান্তে এটি প্রথম অস্ত্র উদ্ধারের ঘটনা নয়। এর আগে ১ জানুয়ারি র‍্যাব-১২ এর সদস্যরা থানা এলাকা থেকে দুই আসামিসহ বিদেশি পিস্তল ও রিভলবারসহ অস্ত্র উদ্ধার করে।

এছাড়া পৃথক অভিযানে ৪৭ বিজিবি মালিকবিহীন আরও দুটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেন।

এসএস