জর্দি আলবার গোলে ম্যাচের মাত্র ৯ মিনিটে এগিয়ে যায় ইন্টার মায়ামি। কিন্তু খেলার বাকিটা সময় থেকেছে দর্শক হয়েই।
প্রথমার্ধে আর কোনো গোল না হলেও ৫১ মিনিটে ভ্যাঙ্কুভারকে সমতায় ফেরায় ব্রায়ান হোয়াইট।
মিনিট দুয়েক পর স্কোরলাইন ২-১ করেন পেদ্রো ভিতে। এরপর ৭১ মিনিটে সেবাস্তিয়ান বারহাল্টারের গোলে মায়ামির বিপক্ষে ব্যবধান নিয়ে যান ৩-১ এ।
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায়ের পর মেসি সুয়ারেজদের এখন নজর মেজর লিগ সকারে। সেখানে মায়ামির পরের ম্যাচ শনিবার, প্রতিপক্ষ নিউইয়র্ক রেডবুলস।