ব্রাজিলিয়ান ফুটবল নিয়ে টানাপড়েনের যেন শেষই হচ্ছে না। বিশ্বকাপ বাছাইয়ে ছন্নছাড়া পারফরম্যান্স এরপর দোরিভাল জুনিয়রের বিদায়ের পর ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচকে হবেন তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।
তবে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি হচ্ছেন ব্রাজিলিয়ানদের পরবর্তী কোচ তাই নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে আলোচনা। কিন্তু রিয়ালের সঙ্গে চুক্তির বেড়াজালে এখনো অনিশ্চয়তা রয়েছে আনচেলত্তির নিয়োগের ব্যাপারে।
ইউরোপিয়ান গণমাধ্যম বলছে এই ইতালিয়ান কোচের জন্য লা লিগার শিরোপা দৌড়ে রিয়াল মাদ্রিদের ভাগ্য নির্ধারিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায় সিবিএফ। কয়েক দিন আগেও জানা গিয়েছিল, রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্ব ছেড়ে জুনে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। কিন্তু এরপরই ভেসে আসে নেতিবাচক খবর। আনচেলত্তির সিবিএফকে মৌখিক সম্মতি দেয়ার খবর জানার পর কঠোর হয়ে ওঠেন রিয়ালের বোর্ড পরিচালকেরা।
২০২৬ সালের জুনে রিয়ালে আনচেলত্তির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে এবং তিনি যেহেতু তার আগেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এ কারণে তার বর্তমান চুক্তির বাকি সময়ের অর্থ পরিশোধ করতে রাজি হয়নি মাদ্রিদের ক্লাবটি।
জানা যায় আনচেলত্তি যে সময়ে কিংবা যেভাবে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাতে অসন্তুষ্ট হয়েছে রিয়াল। এ কারণেই আনচেলত্তির ব্রাজিল যাত্রা থমকে যায়।
এদিকে ২৬ মে এর মধ্যে নতুন কোচ নিয়োগ দিতে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন। জুনে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে সেদিনই স্কোয়াড ঘোষণা করতে চায় তারা। ব্রাজিলের সংবাদমাধ্যম বলছে, সিবিএফকে আনচেলত্তি মৌখিক সম্মতি দিয়েছেন, এই খবর জানার পর রিয়াল সভাপতি পেরেজ আনচেলত্তির চুক্তি বাতিলের ফি দিতে রাজি হননি। তবে আনচেলত্তি বিনা পয়সায় রিয়াল ছাড়লে আপত্তি নেই পেরেজের।
অন্যদিকে মেয়াদ শেষ হওয়ার আগেই আনচেলত্তি রিয়াল ছাড়তে চাইলে তাঁকে বেশ মোটা অঙ্কের অর্থ ছাড় দিতে হবে। আর চুক্তি বাতিল করে কোচকে ছেড়ে দিতে রিয়াল সিবিএফের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার আশা করছে।
আর আনচেলত্তিকে শেষ পর্যন্ত কোচ হিসেবে পাওয়া না গেলে জর্জ জেসুস কিংবা আবেল ফেরেইরার মধ্য থেকে কাউকে বেছে নিতে পারে সিবিএফ।