তারকা ফুটবলারদের বেঞ্চে বসিয়ে প্রথম একাদশে চমক নিয়েই নেমেছিলো বার্সেলোনা। যেখানে চ্যাম্পিয়ন্স লিগে খেলা একাদশ থেকে ৯টি পরিবর্তন আনেন আর্নে স্লট।
তবে প্রতিপক্ষকে চমকে দেয়ার পরিবর্তে ইভান সানচেজের গোলে মাত্র ছয় মিনিটের মাথায় লিড নেয় রিয়াল ভায়াদোলিদ পিছিয়ে পড়ে বার্সা। অনেকটা বাধ্য হয়েই দ্বিতীয়ার্ধে কয়েকজনকে বদলি নামান বার্সা কোচ।
এর দশ মিনিটের মাথায় লামিনে ইয়ামালের ক্রস থেকে ঠান্ডা মাথায় গোল করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া।
আর ৬০ মিনিটের মাথায় মার্টিনের বাড়িয়ে দেয়া বলে ফারমিন লোপেজের মাপা শটে এগিয়ে যায় বার্সা।
২-১ গোলের জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে সাত পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেলো বার্সা।