এর ফলে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারে তার।
হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশের ফুটবলে আসছেন শমিত সোম। কানাডার অনাপত্তিপত্র পাওয়ার পর ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার পেয়ে গেছেন বাংলাদেশি পাসপোর্টও। গত শুক্রবার (২ মে) পাসপোর্টের জন্য বায়োমেট্রিকসহ যাবতীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেন।
পরে গতকাল (সোমবার, ৫ মে) বাংলাদেশের পাসপোর্ট পান কানাডা প্রবাসী এ ফুটবলার। বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেতে শমিতের পরের ধাপ ছিল ফিফার ডিসেপ্লিনারি কমিটির অনুমোদন।
আরো পড়ুন:
যে কারণে গতকালই সব কাগজপত্র আপলোড করে ফিফা পোর্টালে আবেদন জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অবশেষে সেটিও পেলেন শমিত।
এই অনুমোদনের ফলে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে খেলতে বাধা থাকলো না তার। হামজার পর বাংলাদেশের জার্সিতে মাঠে দেখা যাবে শমিত সোমকে।