দুই প্রবাসী ফুটবলার কাদের ও ফারজাদের অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়িয়েছে অনেক। মালদ্বীপের বিপক্ষে নিজেদের সেরা খেলাটা খেলতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক নাজমুল বলেন, ‘আমরা অনুশীলন করছি এবং এখন আমরা অনেকটাই শক্তিশালী। আশা করছি, আমরা এখান থেকে ভালো কিছু নিয়েই দেশে ফিরবো। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে এখানে এসেছি। এখানে খেলা অনেক কঠিন হবে, তবে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো।’