মৌসুমের শেষ এল ক্লাসিকোতে বার্সার জয়

এল ক্লাসিকো
ফুটবল
এখন মাঠে
0

লা' লিগার মৌসুমের শেষ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জয়ের অনেকটা কাছাকাছি পৌঁছে গেছে বার্সেলোনা। শেষ তিন ম্যাচ থেকে চ্যাম্পিয়ন হতে তাদের প্রয়োজন মাত্র এক জয়। এই ম্যাচে কামব্যাকের আরো একটি উদাহরণ তৈরি করেছে কাতালানরা।

একদিকে টানা তিন এল ক্লাসিকো জিতে ঘরের মাঠে আত্মবিশ্বাসের পারদ আকাশচুম্বী বার্সেলোনার। অন্যদিকে লা লিগা জয়ের স্বপ্ন জিইয়ে রাখার মিশন রিয়াল মাদ্রিদের। ম্যাচের শুরু থেকেই আক্রমণ পালটা আক্রমণ করেছে দুই দলই।

ম্যাচের পঞ্চম মিনিটেই আগুয়ান কিলিয়ান এমবাপ্পে ডি বক্সে ফাউলের শিকার হলে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে পেনাল্টির বাঁশি দেন রেফারি। লিড নিয়ে যেন টানা তিন এল ক্লাসিকো হারের প্রতিশোধের নেশায় উন্মাতাল লস ব্ল্যাঙ্কো শিবির। আরো দশ মিনিট না পেরোতেই ব্যবধান দ্বিগুণ করেন সেই এমবাপ্পেই।

এবারের মৌসুমে যেন কামব্যাকের গল্প লিখতেই নেমেছেন হ্যান্সি ফ্লিক ও তার শিষ্যরা। দুই গোলে পিছিয়ে পরে হতাশ না হয়ে আক্রমণ চালিয়ে পাঁচ মিনিটের মাথায়ই কর্নার থেকে ভেসে আসা বল মাথা ছুঁইয়ে জালে জড়ান এরিক গার্সিয়া। গোল পেয়েই আক্রমণের বাণে মাদ্রিদ ডিফেন্স যেন ছিন্নভিন্ন করার উন্মত্ততা পেয়ে বসে কাতালানদের।

ম্যাচের ঘড়ির কাটায় ৩৫ মিনিট না পেরোতেই দুই গোল করে বসেন ইয়ামাল ও রাফিনিয়া। ডি বক্সের মধ্যে থেকেই নেয়া বাঁকানো শটের উত্তর কোর্তোয়ার কাছে ছিল না, অন্যদিকে রাফিনিয়া গোল করেন রিয়ালের ডিফেন্ডারদের ভুলে। প্রথমার্ধের শেষ মিনিটে রিয়ালের জালে চতুর্থ গোল করে চলতি মৌসুমে ন্যূনতম চার গোল দেয়ার যে ধারা সেটি পূর্ণ করেন রাফিনিয়া।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বলে নিজেদের আধিপত্য বজায় রাখে। এ অর্ধেও একাধিকবার বার্সার হাইলাইন ডিফেন্সে অফসাইড ট্র্যাপে মুখ থুবড়ে পরে মাদ্রিদের আক্রমণ। যদিও ৭০ মিনিটে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। বাকি সময় আক্রমণ করলেও আর কোন গোল আদায় করতে পারেনি কোন দল, যদিও শেষ মুহূর্তে রিয়ালের জালে বল জড়ালেও ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয় বার্সার গোল।

ম্যাচ জুড়েই ছিল স্বাগতিকদের আধিপত্য, ৬৩ শতাংশ বল পায়ে রেখে ৯টি শট গোলপোস্টে করেছে তারা। অন্যদিকে রিয়াল অফসাইডের শিকার হয়েছে পাঁচবার। এই হারে কার্যত লা'লিগা জয়ের স্বপ্নে যতিচিহ্ন পড়লো লস ব্ল্যাঙ্কোদের।

এএইচ