সেরা তিনে থাকার লক্ষ্যকে সামনে রেখে আল নাসর মুখোমুখি হয়েছিল পয়েন্ট তালিকার ১৭ নম্বরে থাকা আল আকদৌদের।
ক্লান্তির কারণে এই ম্যাচে রোনালদোকে বিশ্রাম দিয়ে দল সাজান কোচ স্টেফানো পিওলি।
১৬ মিনিটে আয়মান ইয়াহার গোলে লিড নেয় ক্লাবটি। চার মিনিট পর দ্বিতীয় গোল করেন জন দুরান।
২৭ মিনিটে মার্সেলো ব্রোজোভিচ করেন ম্যাচের তৃতীয় গোল। বিরতির আগমুহূর্তে আরও এক গোল করে ব্যবধান ৪–০ করেন মানে। বিরতির পর আল নাসর আরও ভয়ংকর হয়ে উঠে।
৫২ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন মানে। এরপর ৫৯ ও ৬৪ মিনিটে আরও ২ গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি। তবে সেখানেই থামেননি সেনেগালের এই তারকা ফুটবলার।
৭৪ মিনিটে নিজের চতুর্থ ও দলের অষ্টম গোল করেন তিনি। যোগ করা সময়ে আল নাসরকে রেকর্ড গড়া নবম গোলটি এনে দেন মোহাম্মদ মারান।
এটি আল নাসরের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়।