ব্রাজিলে আনচেলত্তির ‘আকাশছোঁয়া’ বেতন-বোনাস!

ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি
ফুটবল
এখন মাঠে
0

সব জল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিলের কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৩০ লাখ টাকা প্রতি মাসে বেতন পাচ্ছেন তিনি, যা বছরের হিসেবে প্রায় ১২১ কোটি ২০ লাখ টাকা।

এছাড়া এর সঙ্গে বোনাস তো থাকছেই। ব্রাজিলকে ২০২৬ সালের বিশ্বকাপ জেতাতে পারলে পাবেন আরো ৬০ কোটি টাকা। 

ইএসপিএনের তথ্য অনুযায়ী, আগের দুই কোচ তিতে ও দরিভাল জুনিয়রের বেতনের তুলনায় দ্বিগুনের বেশি বেতন পাবেন এই ইতালিয়ান কোচ।

এছাড়াও রিও ডি জেনেরিওতে পাবেন একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যার পুরো খরচ বহন করবে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। 

বিদেশ ভ্রমণের জন্য পাবেন একটি প্রাইভেট জেট, সঙ্গে আন্তর্জাতিক স্বাস্থ্য বীমা ও জীবন বিমার সুযোগ।

তবে একজন ইতালিয়ানকে ব্রাজিলের জাতীয় দলের কোচ করায় সেটিকে ভালো চোখে দেখছেন না ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা।

এসএইচ