আর অন্যদিকে কোনো ট্রফি ছাড়াই মৌসুম শেষ করলো জায়ান্ট দল ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলিতে ৮৫ হাজার দর্শকের সামনে ম্যাচের ১৬ মিনিটে এবেরেচি এজেরের একমাত্র গোলে জয় তুলে নেয় লন্ডনের দলটি।
এর পরে অনেক চেষ্টা করেও গোল শোধে ব্যর্থ হয় আর্লিং হল্যান্ড, বার্নার্দো সিলভা। এফএ কাপের ইতিহাসে এর আগে দুইবার ফাইনালে উঠেও হতাশ হতে হয় প্যালেসকে।
দুবারই ম্যানচেস্টার সিটির চিরপ্রতিদ্বন্দ্বী ইউনাইটেডের কাছে হারতে হয় দলটিকে। তবে গেলো কয়েক মৌসুমে ইংলিশ ফুটবলে আধিপত্য বিস্তারকারী ম্যান সিটিকে হারিয়ে এবার স্বপ্ন পূরণ করল রায় হজসনের শিষ্যরা।