রাতে মাঠে নামছে স্প্যানিশ লিগের পরাশক্তিরা

লা লিগায় বার্সার ম্যাচ
ফুটবল
এখন মাঠে
0

রাতে মাঠে নামছে স্প্যানিশ লিগের পরাশক্তি দলগুলো। এরইমধ্যে ট্রফি জিতে নেয়া বার্সেলোনার প্রতিপক্ষ ভিয়ারিয়াল। রিয়াল মাদ্রিদ খেলবে সেভিয়ার বিপক্ষে। আর অ্যাতলেটিকো মাদ্রিদ লড়বে রিয়াল বেতিসের বিপক্ষে। সবগুলো ম্যাচই শুরু হবে রাত ১১টায়।

দুই ম্যাচ হাতে রেখেই লা লিগা শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা। ভিয়ারিয়ালের বিপক্ষে অনেকটা নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামবেন লামিন ইয়ামাল, রাফিনিয়া, পেদ্রিরা। একইসঙ্গে ঘরের মাঠে শিরোপার উৎসবটাও আরেকবার সেরে নেবে তারা। ভিয়ারিয়ালের জন্য অবশ্য ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ।

৩৬ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে তারা। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে টেবিলের চারে থাকতে হবে দলটিকে। যদিও বার্সার বিপক্ষে সবশেষ দেখায় ৫-১ গোলে হেরেছে তারা।

ফলে কঠিন পরীক্ষার মুখেই পড়তে হবে ভিয়ারিয়ালকে। একইদিনে মাঠে নামছে রিয়াল মাদ্রিদও। মৌসুমে খালি হাতে ফেরা লস ব্ল্যাঙ্কোরা মৌসুমের বাকি দু'টো ম্যাচে জয় নিয়ে সুখকর বিদায় উপহার দিতে চাইবে কোচ কার্লো আনচেলত্তিকে।

এএইচ