টুর্নামেন্টটি ভারতের অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী বিকেল ৪টায় প্রথমে অরুণাচল প্রদেশ থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করবে মাহিন, ফয়সালরা। এরপর তারা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকার উদ্দেশে রওনা হবে।
গোলাম রব্বানি ছোটনের তত্ত্বাবধানে এবারের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করে। পুরো টুর্নামেন্টে তারা নিজেদের দাপট বজায় রেখেছিল।
তবে ফাইনাল ম্যাচে গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে নির্ধারিত সময় পর্যন্ত ১-১ গোলে সমতা বজায় থাকে। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য টাইব্রেকারের আশ্রয় নিতে হয়।
টাইব্রেকারে বাংলাদেশ দারুণ শুরু করলেও শেষ পর্যন্ত সেই ধারা ধরে রাখতে পারেনি। আশিকুর রহমানসহ দলের অন্যান্য খেলোয়াড়রা শিরোপা জয়ের স্বপ্ন জাগালেও শেষ পর্যন্ত রানার্সআপ হয়েই টুর্নামেন্ট শেষ করতে হয় তাদের।