‘অল ইংলিশ’ লিগে চ্যাম্পিয়ন টটেনহ্যাম

ফুটবল
এখন মাঠে
0

বিলবাওয়ের সান মামেসে গতকাল (বুধবার, ২২ মে) রাতে ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় ‘অল ইংলিশ’ ফাইনালে ১-০ গোলে জিতেছে টটেনহ্যাম। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান গড়ে দেয়া গোলটি করেন ব্রেনান জনসন।

শিরোপা লড়াইয়ে শুরু থেকে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও, পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না কেউ। কোনো গোলরক্ষককেও দিতে হচ্ছিল না সত্যিকারের পরীক্ষা।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে সৌভাগ্যের ছোঁয়ায় এগিয়ে যায় টটেনহ্যাম। বাঁ দিক থেকে সারের ক্রসে ছয় গজ বক্সে দূরের পোস্টে পা ছুঁয়ে বল জালে পাঠান জনসন। ঝাঁপিয়ে পড়েও দলকে বাঁচাতে পারেননি গোলরক্ষক আন্দ্রে ওনানা।

পিছিয়ে পড়ার পর প্রাণপণ চেষ্টা করে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। বেশ কয়েকটি সুযোগ পেলেও প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। গোলরক্ষক করেন দুর্দান্ত কয়েকটি সেভ। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেই ইউরোপা লিগ জয়ের উল্লাসে মাতে টটেনহ্যাম হটস্পার।

১৭ বছরের শিরোপা খরা কাটানোর পাশাপাশি ৪১ বছর পর কোনো ইউরোপিয়ান ট্রফি জিতল টটেনহ্যাম। একই সঙ্গে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলাও নিশ্চিত করল এনজের দল।

এই সাফল্যের আগে টটেনহ্যাম সবশেষ কোনো শিরোপা জিতেছিল ২০০৭-০৮ মৌসুমে, লিগ কাপ। আর সবশেষ ইউরোপিয়ান ট্রফি জিতেছিল ইউরোপা লিগেই, ১৯৮৩-৮৪ মৌসুমে।

এবার প্রিমিয়ার লিগে ভালো করতে না পারলেও, ইউরোপা লিগে শুরু থেকে ভীষণ ধারাবাহিক ছিল ইউনাইটেড। গোটা আসরে অপরাজিত থেকে তারা পা রেখেছিল ফাইনালে। এই হারে আগামী মৌসুমে তাদের দেখা যাবে না কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায়।

এসএস