কুমিল্লা ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলা শুরু কয়েক মিনিটের মাথায় গোল করে ব্রাদার্স ইউনিয়ন। পরবর্তীতে ম্যাচের ২৫ মিনিটের মাথায় মোহামেডান গোলে করে সমতায় ফিরেন।
দুই দলের পাল্টাপাল্টি লড়াই শেষে ৩-৩ গোলে ড্র করে মোহামেডান ও ব্রাদার্স। ম্যাচের ৪৪ মিনিটের সময় দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।
প্রায় দুই যুগ পর ঘরোয়া লিগ শিরোপা নিশ্চিত করার পর একটি ম্যাচও খেলেছে মোহামেডান। সে ম্যাচেই ট্রফি তুলে দেওয়ার পরিকল্পনা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের।কিন্তু মোহামেডানের অনাগ্রহের কারণে তা পিছিয়ে আনা হয় কুমিল্লায়।