রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসো

জাবি আলোনসো
ফুটবল
এখন মাঠে
0

রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেলেন জাবি আলোনসো। আগামী ১ জুন থেকে দায়িত্ব নেবেন তিনি। বায়ার লেভারকুসেন ছেড়ে ৩ বছরের চুক্তিতে রিয়ালের ডাগ আউটে আসছেন আলোনসো। থাকবেন ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।

কার্লো আনচেলত্তি গ্যালাক্টিকোর দায়িত্ব ছাড়ার পরই গুঞ্জন উঠে মাদ্রিদের দায়িত্ব নেবেন সাবেক স্প্যানিশ এই মিডফিল্ডার। ২০১৭ সালে খেলোয়াড়ি জীবন শেষ করে দুই বছর পর থেকেই কোচিং ক্যারিয়ার শুরু করেন জাবি আলোনসো।

এরপর ২০২২ এ জার্মান ক্লাব লেভারকুসেনের দায়িত্ব নিয়ে পরের মৌসুমেই জেতান বুন্দেসলিগা ও জার্মান কাপ। এছাড়া গেলো বছর জার্মান সুপার কাপও ঘরে তোলে আলোনসোর সাবেক ক্লাব লেভারকুসেন।

এএইচ