ত্রিদেশীয় টুর্নামেন্ট: জর্ডানে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল

জর্ডানে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল
ফুটবল
এখন মাঠে
0

ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিতে সোমবার (২৬ মে) বাহরাইন হয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় জর্ডানে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ ছাড়েন শামসুন্নাহার-আফঈদারা।

৩১ মে ইন্দোনেশিয়ার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দু'দলই কাগজে কলমে বাংলাদেশের চেয়ে এগিয়ে।

আসন্ন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের অংশ হিসেবে এ সিরিজ খেলছে বাংলাদেশ।

বিদ্রোহ শেষ করে বাটলারের অধীনে সবাই খেলতে রাজি হলেও স্কোয়াডে মারিয়া, মনিকা, রিতুপর্ণারা থাকলেও নেই সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাতসুশিমা সুমাইয়া

সেজু