বাংলাদেশের প্রাথমিক দলে যোগ দিতে দেশে পৌঁছেছেন ফাহমিদুল

ফাহমিদুল ইসলাম
ফুটবল
এখন মাঠে
0

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রাথমিক দলে যোগ দিতে ইতালি থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন ফাহমিদুল ইসলাম। ইতালির রোম থেকে রওনা হয়ে আজ (বুধবার, ২৮ মে) সকাল ৮ টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি।

আগামী ৩০ মে থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টিম হোটেলে উঠেছেন ফাহমিদুল।

এসময় তার সঙ্গে ছিলেন বাফুফের প্রটোকল অফিসার। সর্বশেষ ভারত ম্যাচের প্রাথমিক স্কোয়াডে ছিলেন ফাহমিদুল। তবে মূল স্কোয়াডে ফাহমিদুলকে না রাখায় কোচ হ্যাভিয়ের কাবরেরাসহ বাফুফে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছিল।

প্রবাসী এই ফুটবলারকে দলে ফেরানোর জন্য বিক্ষোভ মিছিলও করেছিলেন সমর্থকেরা। ভক্তদের তোপের মুখে আবারো সম্ভাবনাময় এই ফুটবলারকে দলে ডাকেন কোচ। আগামী ১০ জুন সিঙ্গাপুর ম্যাচেই প্রথমবারের মত দেশের জার্সি গায়ে জড়াতে পারেন তিনি।

এসএইচ