কিংস কাপের শিরোপা জিতল আল ইত্তিহাদ

ফাইনাল জয়ের পর ট্রফি হাতে আল ইত্তিহাদের খেলোয়ােড়রা
ফুটবল
এখন মাঠে
0

আল কাদসিয়াকে ৩-১ গোলে হারিয়ে কিংস কাপের শিরোপা জিতলো করিম বেনজেমার আল ইত্তিহাদ। ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় আল ইত্তিহাদ।

খেলার ৩৪ মিনিটে দারুণ এক গোল করেন করিম বেনজেমা। ৪৩ মিনিটে বেনজেমার হেড প্রতিপক্ষের গোলকিপার কোনমতে রক্ষা করলেও ফিরতি বলে হেড থেকে ইত্তিহাদকে ২-০ গোলের লিড এনে দেন হোসেম। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে একটি গোল শোধ করেন এমেরিক।

৯৪ মিনিটে ডিয়াবির পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন করিম বেনজেমা। সব মিলিয়ে সাফল্যমণ্ডিত এক মৌসুম পার করলো আল ইত্তিহাদ। এই নিয়ে দশম বারের মতো কিংস কাপের শিরোপা জিতলো তারা।

৬২ ম্যাচে ৩৮ গোল ও দলের জয়ে নিয়মিত অবদান রাখায় এবছর প্লেয়ার অফ দ্যা ইয়ার খেতাব জিতেছেন ফ্রেঞ্চম্যান বেনজেমা।

এএইচ