বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের আগেই টিকিট সমস্যার সমাধান হবে: বাফুফে

বাফুফে ভবন
ফুটবল
এখন মাঠে
0

এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের আগেই টিকিট নিয়ে সব সমস্যা সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন বাফুফের কম্পিটিশন্স কমিটির সদস্য তাজওয়ার আউয়াল।

এছাড়া এ ম্যাচকে ঘিরে বাফুফের নানা উদ্যোগের কথা জানান তিনি। আজ (শনিবার, ৩১ মে) ম্যাচের ভেন্যু জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে আসেন ফেডারেশন কর্তারা। তখন শেষ সময়ের প্রস্তুতি পর্যবেক্ষন করেন তারা। 

এছাড়া ম্যাচের সময় নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা জানান তাজওয়ার আউয়াল।

অন্যদিকে ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হলেও বাফুফের আয়োজনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে নিশ্চয়তা দেন তিনি।

সেজু