ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল

বাংলাদেশ নারী ফুটবল দল
ফুটবল
এখন মাঠে
0

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। এবার প্রতিপক্ষ স্বাগতিক জর্ডান। আম্মানের সল্ট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ (মঙ্গলবার, ৩ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায়।

মূলত এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজটি খেলছে বাংলাদেশ। বাছাইয়ে বাংলাদেশকে লড়তে হবে মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে।

তার আগে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে নিজেদের শক্তিমত্তা পরখ করছেন পিটার বাটলার। যদিও প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেন আফঈদা-মারিয়া মান্ডারা।

এবার স্বাগতিক জর্ডানের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের পালা লাল সবুজের প্রতিনিধিদের। তার আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ফুটবলাররা। ম্যাচে ইতিবাচক খেলা উপহার দিতে চান বলে জানিয়েছেন দলের খেলোয়াড়রা।

সেজু