প্রথমার্ধে গোলের জন্য চার শটের কেবল একটি লক্ষ্যে রাখতে পারে পর্তুগাল। বিরতির পর তারা নেয় মোট ১৩টি শট।
দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে কিমিখ ডি-বক্সের বাইরে থেকে পায়ের টোকায় ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে ক্রস বাড়ান, আর হেডে বল জালে পাঠান রিটজ। সেই স্বস্তি বেশিক্ষণ থাকেনি জার্মানদের। বরং পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে তাদের স্তব্ধ করে দেয় পর্তুগাল।
৫৮ মিনিটে বদলি নামার চার মিনিট পরই দুর্দান্ত গোলে সমতা ফেরান ফ্রান্সিসকো কন্সেইসাও। ২০ গজ দূর থেকে জোরাল শটে গোল করেন তিনি। এরপর ৬৮ মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো। বাঁ দিক থেকে মেন্দেসের পাস ছয় গজ বক্সের বাইরে থেকে শটে ফাঁকা জালে পাঠান তিনি।
টানা পাঁচ হার ও ২৫ বছর পর জার্মানিকে হারালো পর্তুগাল।