ভুটানের বিপক্ষে খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি কোচ

বাংলাদেশ-ভুটান ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা
ফুটবল
এখন মাঠে
0

ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ জিতে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ কাবরেরা জানালেন, দলের মধ্যে সবার বোঝাপড়া ও সব পজিশনে ফুটবলারদের শক্তি-দুর্বলতা খতিয়ে দেখতে চেয়েছিলেন তিনি। হামজা-ফাহমিদুলদের পারফরম্যান্সে খুশি তিনি।

ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে হামজা-ফাহমিদুলরা। সহজ জয়ে সে চাওয়া পূরণ হয়েছে বলে জানালেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

জাতীয় স্টেডিয়ামে গতকাল (বুধবার, ৪ জুন) ভুটানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে হামজা চৌধুরী হেডে দলকে এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা।

ম্যাচে গোল পাওয়া হামজা ও সোহেল মিডফিল্ডার। যদিও আক্রমণভাগে খেলা ফাহমিদুল ইসলাম, রাকিব হোসেন ও পরে বদলি হিসেবে নামা মোহাম্মদ ইব্রাহিম, শেখ মোরসালিন বা আল আমিন, কেউই পাননি গোলের দেখা। তবে এতে মোটেও চিন্তিত নন কোচ, জয় পাওয়ায় খুশি ক্যাবরেরা।

হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘ভালো একটা পরীক্ষা ছিল, যেমনটা আমরা প্রত্যাশা করেছিলাম, তেমনই হয়েছে। আমরা খুবই ভালো শুরু করেছিলাম। শুরুতেই গোল পাওয়ায় আমাদের মনোবল বেড়েছে। দ্বিতীয়ার্ধেও ভালো শুরু হয়, যার ফলে আমরা দ্বিতীয় গোল পেয়ে যাই। আমাদের যেটা লক্ষ ছিল সেটা পূরণ হয়েছে।’

পুরো ম্যাচেই বেশকিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন স্প্যানিশ এ কোচ। দলের বোঝাপড়া ও সেট পিসে ভালো করায় সন্তুষ্ট তিনি।

ক্যাবরেরা বলেন, ‘আরও একটা ম্যাচে ক্লিন শিট পেলাম আমরা, যেটা চমৎকার একটি বিষয়। আমরা সেটপিসেও ভালো করছি। সবকিছু মিলে ম্যাচে ইতিবাচক দিকগুলোই পেয়েছি।’

ফরোয়ার্ড ফাহমিদুলকে লেফট উইংয়ে খেলিয়েছেন ক্যাবরেরা। শুরুর জড়তা কাটিয়ে দ্রুতই মানিয়ে নেন দলের সাথে। ভবিষ্যতে ফাহমিদুল আরও ভালো করবেন বলেও বিশ্বাস কোচের।

কোচ বলেন, ‘আমার মনে হয়, শুরুতে সে কিছুটা সময় নিয়েছে মানিয়ে নিতে। কিন্তু এটা আবহ এবং স্নায়ুচাপের কারণে স্বাভাবিক। আমি মনে করি, সে ভালো খেলেছে।’

ফাহমিদুলের মতোই এই ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে ডিফেন্ডার তাজউদ্দিন ও ফরোয়ার্ড আল আমিনের। 

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে অভিষেকের পর এই প্রথম দেশের মাঠে খেলতে নেমেই আলো ছড়ালেন হামজা। যদিও সবার পারফরম্যান্সেই খুশি ক্যাবরেরা।

কোচ বলেন, ‘আমি সব খেলোয়াড়ের পারফরমেন্সেই খুশি। দারুণ একটা মিশ্রণ ছিল দলে। প্রথমার্ধে হামজার ভীষণ প্রভাব ছিল, বিশেষ করে শুরুর দিকে। হামজার মতো খেলোয়াড়ের মাঠে থাকার প্রভাব অবশ্যই দৃশ্যমান হয়ে ওঠে।’

আগামী মঙ্গলবার (১০ জুন) সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।

এসএইচ