বাংলাদেশ দলের খেলা দেখে মুগ্ধ শমিত সোম

বাংলাদেশ দলের খেলোয়াড় শমিত সোম
ফুটবল
এখন মাঠে
0

প্রথমবারের মতো ক্যাম্পের পুরো দল নিয়ে অনুশীলন করেছে টিম বাংলাদেশ। পরবর্তী এসাইনমেন্ট সিঙ্গাপুর। যে ম্যাচে জয়ের জন্য মুখিয়ে আছে দল, জানালেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। অন্যদিকে ভুটানের বিপক্ষে ম্যাচ গ্যালারিতে বসে বাংলাদেশ দলের খেলা দেখে মুগ্ধ শমিত সোম।

দেশবাসী যখন ঈদ করতে বাড়ির পথে, হামজা-জামালরা ফুটবলের আঁতুড়ঘর জাতীয় স্টেডিয়ামে। ক্যাম্প শুরু হবার পর প্রথমবার সব সদস্যকে অনুশীলনে পেয়েছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী কোচ। জয় দিয়েই দেশবাসীকে দিতে চান ঈদের উপহার।

প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তিতে দলে শক্তি বেড়েছে, সেই সাথে বেড়েছে প্রতিদ্বন্দ্বিতা। একে ইতিবাচকভাবেই দেখছেন কোচ-খেলোয়াড়রা।

কোচ ক্যাবরেরা বলেন, ‘দল গঠন নিয়ে মধুর সমস্যায় পড়েছি, কারণ আমার হাতে প্রত্যেক পজিশনে একাধিক খেলোয়াড় আছে। একাদশ নির্বাচন করতে শেষ অনুশীলন সেশন পর্যন্ত অপেক্ষা করবো।’

হামজার পরে দেশে আসা আরেক তারকা শমিত শোম। মাঠে বসে উপভোগ করেছেন ভূটানের বিপক্ষে ম্যাচ। কানাডা থেকে এই ফুটবলারের কণ্ঠে দল নিয়ে মুগ্ধতা।

শমিত বলেন, ‘শেষ ম্যাচের খেলা দেখে আমার মিডফিল্ডটা খুব ভালো লেগেছে। আমরা ভুটানকে কোনো চ্যান্স দেইনি। সবাই খুব ভালো খেলেছে। সবাই স্ট্রং আছে, তবে সবাইকে রেডি থাকতে হবে কারণ সিঙ্গাপুরের সাথে ম্যাচটা কঠিন হবে।’

বাছাইপর্ব শুরুর আগে কাগজে কলমে দুর্বলতম দল ছিল বাংলাদেশ। তবে হামজা-শমিত-ফাহমিদুলদের অন্তুর্ভুক্তিতে দলের চোখ এখন টেবিলের সেরা হওয়ায়।

এসএইচ