নতুন এক জোয়ারে ভাসছে বাংলার ফুটবল। হামজা চৌধুরীসহ বাংলাদেশি বংশোদ্ভূতদের জন্য এই উন্মাদনা।
গেলো ভুটানের ম্যাচে এক হামজাকে দেখতে বাঁধভাঙ্গা জনস্রোতে বাফুফের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। ফেডারেশন কর্তাদের খামখেয়ালিপনায় দিনশেষে ভুক্তভোগী হয় ফুটবল পাগল মানুষই।
তবে একই ভুল বারবার করতে রাজি নয় বাফুফে। যে কারণে ভুটানের পর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বেশ সতর্ক কম্পিটিশন কমিটি। সবশেষ ম্যাচে ২০০ জনের মতো নিরাপত্তাকর্মী থাকলেও এবার তা করা হয়েছে দ্বিগুণ।
এএফসি এশিয়ান কাপ ম্যাচ দিয়ে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে দর্শকদের জন্য ভিন্নধর্মী আয়োজনের পরিকল্পনা করছে ফেডারেশন।
মূল পর্বে খেলতে বাংলাদেশ-সিঙ্গাপুরের এই ম্যাচ যেমন গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে মৃত প্রায় ফুটবলের সুখ্যাতি ছড়িয়ে দেয়ার নতুন এই যাত্রায় কোনোরকম ভুল করতে চায় না দেশের ফুটবলের অভিভাবক।