প্যারাগুয়েকে হারিয়ে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করলো ব্রাজিল

গোলের পর উদযাপনে ভিনিসিয়াস জুনিয়র
ফুটবল
এখন মাঠে
0

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করলো পাঁচবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্রাজিল। ছন্দহীন ব্রাজিলের জন্য জরুরি ছিল ছন্দে ফেরা।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে যান ভিনিসিয়াস-রাফিনিয়ারা। যদিও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৪৪ মিনিট পর্যন্ত। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে কুনিয়ার পাস থেকে দলকে লিড এনে দেন ভিনিসিয়াস জুনিয়র।

ইকুয়েডরের বিপক্ষে নড়বড়ে ব্রাজিল দল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে প্যারাগুয়ের বিপক্ষে। দর্শকদের উপহার দিয়েছে গতিময় ও আক্রমণাত্মক ফুটবল। ৭৩ শতাংশ বল দখলে রেখে পুরো ম্যাচেই দাপটের সঙ্গে খেলেছে সেলেসাওরা।

দলটির নতুন কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নেয়ার পর ইকুয়েডরের বিপক্ষে বিবর্ণ ফুটবলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিলো সেলেসাওদের। তবে দ্বিতীয় ম্যাচ স্মরণীয় করে রাখলেন কোচ কার্লো আনচেলত্তি।

সেজু