প্রথমবারের মতো ৩২ দল নিয়ে শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের মায়ামি হার্ড রক স্টেডিয়ামে এক নান্দনিক আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হয় বিশ্ব ফুটবলের মর্যাদার এই আসরের। উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে হাজির হয়েছিলেন যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকান শিল্পীরা।
এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানজুড়ে ছিলে ফিফার পরিকল্পনায় নানা আয়োজন। আর এসব অনুষ্ঠানকে ছাপিয়ে যায় লিওনেল মেসির মাঠে উপস্থিতি। ক্লাব বিশ্বকাপে অংশ নেবেন মায়ামির জার্সিতে। তাও আবার তাদেরই মাঠে। তাই এ দিন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা মাতে বাড়তি উন্মাদনায়।
যদিও ক্লাব বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি মেসির ক্লাব ইন্টার মায়ামির। প্রথম ম্যাচেই জয় বঞ্চিত ইন্টার মায়ামি। প্রতিপক্ষ মিশরের ক্লাব আল আহলি। দলটির সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে এমএলসের দলটি।
ম্যাচ ড্রয়ে নিষ্পত্তি হলেও খেলাটা জমানোর চেষ্টা করেছিল দুই দলই। তবে গোলের সুবর্ণ সুযোগটি পেয়েছিল আল আহলি। প্রথমার্ধে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। ট্রেজেগেটের শট রুখে দেন মায়ামি গোলকিপার অস্কার উস্তারি।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেওয়া লিওনেল মেসি মায়ামির জার্সিতে শুরু থেকেই ছিলেন মাঠে। নিষ্প্রভ প্রথমার্ধের পর নিজেকে মেলে ধরেন বিরতির পরে। মায়ামির জয়সূচক গোলটিও পেয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ফ্রি কিকের শট নিলেও তা আঘাত করে বারে।
এদিন মেসি-সুয়ারেজদের ছাপিয়ে ম্যাচের আলো কেড়ে নেন মূলত মায়ামির গোলকিপার উস্তারি। প্রথমার্ধে একাই চারটি সেভ করে দলকে ম্যাচে রাখেন তিনি।
মেসিদের হতাশার দিনে ফিফা স্বস্তির নিশ্বাস ফেলতেই পারে। মায়ামি ডলফিন্সের হার্ড রক স্টেডিয়ামে দর্শক উপস্থিতি নিয়ে ছিল শঙ্কা। কিন্তু কিক অফের আগে ৬০ হাজারেরও বেশি দর্শক উদ্বোধনী ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন স্টেডিয়ামে। তাতে ফিফার পক্ষ থেকে আয়োজনের সন্তুষ্টি থাকাটাই স্বাভাবিক।