সাফ নারী অনূর্ধ্ব-২০: ভারত নাম প্রত্যাহার করায় শিরোপার পথে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ নারী দল ও  ইনসেটে নারী উইং চেয়ারম্যান
ফুটবল
এখন মাঠে
0

আগামী ১১ থেকে ২২ জুলাই ঢাকার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। শেষ মুহূর্তে ভারত নাম প্রত্যাহার করে নেয়ায় চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা আরো উজ্জ্বল হয়েছে বাংলাদেশের। যদিও ভারতকে মাঠে রেখেই শিরোপা জয়ের আশা ছিল নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের।

বছর ঘুরে সাফ অনূর্ধ্ব ২০ নারী টুর্নামেন্টের আরো একটি আসর। জুলাইয়ের এই টুর্নামেন্টে এবারও আয়োজক বাংলাদেশ।

সবশেষ আসরে কমলাপুর স্টেডিয়ামের ফাইনালে ছিল চরম নাটকীয়তা। নির্ধারিত সময়ে সমতার পর টাইব্রেকারে বাংলাদেশ-ভারত দুই দলই নিয়েছিল ১১টি করে শট। শ্রীলংকার ম্যাচ কমিশনার তালগোল পাকিয়ে ফেললে সাফ বাংলাদেশ ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে।

দক্ষিণ এশিয়ার যেকোনো টুর্নামেন্টেই বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভারত। তবে এবার শেষ মুহূর্তে আসর থেকে নাম প্রত্যাহার করেছে তারা। বিষয়টি আপাত দৃষ্টিতে স্বস্তির হলেও ভিন্নমত নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের।

বাফুফে নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘দক্ষিণ এশিয়াতে আমরা প্রত্যেক বয়স লেভেলে আমরা চ্যাম্পিয়ন। ব্যক্তিগতভাবে আমি মনে করি প্রতিযোগিতা করে জেতার পক্ষে। ভারত শেষ ১১ ঘণ্টা আগে জানিয়েছে খেলবে না। আমরা বাকি টিমগুলোর সাথে খেলবো। আমরা ভারতকে মাঠে রেখেই জিততে চেয়েছিলাম।’

এবারের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ছিল চিটাগং বা জাতীয় স্টেডিয়ামে। যদিও ভিন্ন কারণে বাস্তবায়ন হয়নি সেই পরিকল্পনা।

১১ জুলাই শুরু হবে টুর্নামেন্ট। শেষ হবে ২১ জুলাই। উদ্বোধনী দিনে বাংলাদেশ খেলবে শ্রীলংকার বিপক্ষে।

সেজু