ক্লাব বিশ্বকাপেও দারুণ শুরু করলো প্যারিস সেইন্ট জার্মেই

গোলের পর জয়োল্লাস পিএসজি খেলোয়াড়দের
ফুটবল
এখন মাঠে
0

চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এবার ক্লাব বিশ্বকাপেও দারুণ শুরু করলো প্যারিস সেইন্ট জার্মেই। নিজেদের প্রথম ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছি ফরাসি ক্লাবটি।

ক্যালিফোর্নিয়ার রোজ বোলে রোববার (১৬ জুন) ক্লাব বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিলো দুদল। তবে পুরো ম্যাচেই এক পেশে আধিপত্য ধরে রেখেছে পিএসজি।

বল দখল কিংবা আক্রমণ কোনো জায়গাতেই পাত্তা পায়নি স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো। খেলার দুই ভাগেই দুটি করে গোল হয়েছে।

১৯ মিনিটে পিএসজির হয়ে শুরুটা করেন ফ্যাবিয়ান রুইজ। এরপর স্প্যানিশ ক্লাবটির জালে একে একে গোল করেন ভিতিনিয়া, সেনি মায়ুলু ও লি কাং ইন।

যদিও ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশ কটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় অ্যাতলেটিকো। আর এতেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ীরা।

সেজু