ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইনান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে লিড নিয়েছিল চেলসি। ১৩ মিনিটে গোল করেন পেদ্রো নেতো। এক গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে ব্লুজরা। কিন্তু দ্বিতীয়ার্ধে তাদের তিক্ত অভিজ্ঞতা নিতে হয় ব্রাজিলিয়ান ফুটবলের।
একে একে গোল করেছেন ব্রুনো হেনরিক, দানিলো ও ওয়ালেস ইয়ান। এই ম্যাচ শেষে ক্লাব বিশ্বকাপের ডি গ্রুপের শীর্ষে উঠেছে দুই ম্যাচে ছয় পয়েন্ট পাওয়া ফ্ল্যামেঙ্গো। সমান ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি। অর্থাৎ আসরের নকআউট পর্বে প্রায় এক পা দিয়ে রাখল ব্রাজিলের ক্লাবটি।
নিজেদের শেষ ম্যাচে ফ্ল্যামেঙ্গো মুখোমুখি হবে লস অ্যাঞ্জেলেসের । আর চেলসি খেলবে ইএস তিউনিসের বিপক্ষে। যেখানে সাবেক ইংলিশ চ্যাম্পিয়নদের জয়ের বিকল্প নেই।