নানা টানাপোড়েনের পর অবশেষে আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় উচ্ছ্বসিত জার্মান এই মিডফিল্ডার। ২০২৩-২৪ মৌসুমে লেভারকুজেনে ৪৫ ম্যাচ খেলে গোল করেছেন ১৬টি, সহায়তা করেছেন ১৫ গোলে।
বুন্দেসলিগায় গত দুই মৌসুমে ১০টির বেশি করে গোল করা ও সহায়তা করা একমাত্র ফুটবলার তিনিই। সব মিলিয়ে জার্মান ক্লাবটিতে ১৯৭ ম্যাচ খেলে ৫৭ গোল তার, অ্যাসিস্ট ৬৫টি।
ভিয়ৎজের লিভারপুলে যোগদানের পর ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে ১০ কোটি পাউন্ড প্রাথমিক ট্রান্সফার ফি’র ফুটবলার এখন পাঁচজন। এর আগের চারজন ছিলেন— চেলসির এঞ্জো ফার্নান্দেস ও মোইসেস কাইসেদোকে, আর্সেনালের ডেক্লান রাইস ও ম্যানচেস্টার সিটির জ্যাক গ্রিলিশ।