ক্লাব বিশ্বকাপে জয় পেল ইন্টার মিলান

ক্লাব বিশ্বকাপে ইন্টার মিলানের জয়
ফুটবল
এখন মাঠে
0

ফিফা ক্লাব বিশ্বকাপে শেষ মুহূর্তের গোলে উরাওয়া রেড ডায়মন্ডসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান। এ জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ই’তে সবার ওপরে অবস্থান করছে ইন্টার।

ক্লাব বিশ্বকাপে শুরুর ম্যাচে মেক্সিকোর ক্লাব মন্তেরির বিপক্ষে ড্র করে চাপে পড়ে ইন্টার। ফলে দ্বিতীয় ম্যাচে এশিয়ার প্রতিনিধি উরাওয়া রেডসদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না তাদের। 

ম্যাচের শুরুতেই চমক দেখায় উরাওয়া। ১১ মিনিটে রায়োমা ওয়াতানাবের গোলে এগিয়ে যায় জাপানি ক্লাবটি। তবে ৭৮ মিনিটে অধিনায়ক লাউতারো মার্টিনেজের দারুণ শটে সমতায় ফেরে ইতালিয়ান এ ক্লাবটি। 

ম্যাচের ৯২ মিনিটে ভ্যালেন্তিন কারবনির গোলে জয় নিশ্চিত করে ইন্টার মিলান। এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ই গ্রুপের শীর্ষে রয়েছে ইন্টার। অন্যদিকে দুই ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে বিদায়ের দ্বারপ্রান্তে উরাওয়া রেড ডায়মন্ডসরা।

এসএইচ