১৯৮৭ সালের ২৪ মে। আর্জেন্টিনার রোজারিও শহরে সাধারণ এক ঘরে জন্ম লিওনেল মেসির। সবচেয়ে বড় অভিযোগ ছিল লিওনেল মেসি আর্জেন্টিনার না। বার্সেলোনায় মেসি যতটা উজ্জ্বল, ততটা আলো ছড়াতে পারেন না আর্জেন্টিনার জার্সিতে। অথচ ২০২৫ সালে এসে মেসি ক্লাব জার্সির চেয়েও আর্জেন্টিনার জার্সিতে বেশ বর্ণিল।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছেন এলএমটেন। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা মঙ্গলবার পা রাখলেন ৩৮ বছরে। জন্মদিনে জয় না পেলেও দিনটি শেষ হয়েছে সাফল্য দিয়েই। ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মেসির ইন্টার মায়ামি।
দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দেয়ার কাজটা তো করছেন মেসি প্রায় ৩১ বছর ধরেই। সেই ৬ বছর বয়সে যখন দাদির হাত ধরে এলাকার ফুটবলে পা চালিয়েছেন তখন থেকেই মেসি যেন অনন্য অসাধারণ। ছোট্ট একটা বাচ্চা ভীষণ অবলীলায় বল পায়ে এগিয়ে যাচ্ছেন জয় করেছেন হাজার বাধা। সাধারণ একজন মেসি থেকে হয়ে উঠেছেন ফুটবলের বিশ্বসেরা।
২০২১ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে জিতেছিলেন কোপা আমেরিকার শিরোপা। এরপর ফিনালিসিমা আর ২০২২ সালের বিশ্বকাপ জয়। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হার দিয়ে শুরু এরপর লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ জিতে নেন মেসি
লিওনেল আন্দ্রেস মেসির বয়স আজ ৩৮। সব পেয়ে যাওয়া মানুষটা এখনও খেলছেন। ২০২৬ বিশ্বকাপের মঞ্চ রাঙিয়েই হয়তো বুট জোড়া তুলে রাখবেন এই ফুটবল জাদুকর।