এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে দেশে ছেড়েছে নারী ফুটবল দল

বাংলাদেশ নারী ফুটবল দল
ফুটবল
এখন মাঠে
0

এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে মিয়ানমারের উদ্দেশে দেশে ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। গতকাল (মঙ্গলবার, ২৪ জুন) রাত ২টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় নারী ফুটবলাররা।

আজ (বুধবার, ২৫ জুন) সকাল ৬টা ১৫ মিনিটে ব্যাংককে পৌঁছানো পর সেখান থেকে সকাল ৯টা ৪৫ মিনিটে মিয়ানমারের বিমান ধরে পিটার বাটলারের শিষ্যরা।

আগামী ২৯ জুন থেকে শুরু হবে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইপর্বের লড়াই। আসরে বাংলাদেশের নিজেদের প্রথম ম্যাচ ২৯ জুন। তবে আবহাওয়া আর দলগুলোর বিপক্ষে নিজেদের মানসিকভাবে প্রস্তুত করতে চারদিন আগে আয়োজক দেশে গিয়েছে আফঈদা, রিপারা।

আসরে ২৯ জুন বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ। তিন দিনের ব্যবধানে ২ জুলাই তুর্কমেনিস্তান আর ৫ জুলাই বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার।

এসএস