ম্যাচের শুরু থেকে দাপট দেখালেও প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেনি ইন্টার। ম্যাচের ৬৬ মিনিটে রিভারপ্লেট ডিফেন্ডার লুকাস কোয়ার্টা লাল কার্ড দেখেন এবং এর ফায়দা তোলে ইন্টার। ছয় মিনিট পরই বল জালে জড়ায় তারা। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইন্টার মিলান।
এ ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলো রিভারপ্লেটের। কারণ একই গ্রুপের অন্য ম্যাচে উরাওয়া রেডসকে ৩-০ গোলে হারিয়েছে মেক্সিকান ক্লাব মন্টেরে। এই জয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে শেষ ষোল নিশ্চিত করেছে সার্জিও রামোসের দল।
এদিকে গ্রুপ ‘এফ’ এর ম্যাচে উলসানকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোল নিশ্চিত করেছে বরুশিয়া ডর্টমুন্ড। রানার্স আপ হয়ে শেষ ষোলর টিকিট কেটেছে ফ্লুমিনেন্স।