রাত দশটায় ফিলাডেলফিয়ায় পালমেইরাসের প্রতিপক্ষ বোতাফোগো। ক্লাব বিশ্বকাপের চলতি আসরে গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর খেলা নিশ্চিত করে পালমেইরাস।
‘বি’ গ্রুপের অন্য চ্যাম্পিয়ন বোতাফোগো। দুই চ্যাম্পিয়নের লড়াইয়ের আগের পরিসংখ্যান অনুযায়ী পালমেইরাস এগিয়ে থাকছে। ৫২ ম্যাচের মধ্যে ২৩ টিতে জয় দলটির। আর ২৯ ম্যাচের মধ্যে ১৬টিতে জয় বোতাফোগো আর ড্র হয়েছে ১৩টি ম্যাচ।
এদিকে ইংলিশ ক্লাব চেলসি ও পর্তগিজ ক্লাব বেনফিকা এর আগে তিনবার মুখোমুখি হয়েছে। তিনবারই জয় ব্লুজদের। চলতি ক্লাব বিশ্বকাপ আসরে দুই জয় আর এক ড্র বেনফিকার। অন্যদিকে বেনফিকার সমান জয় আর ড্রয়ের পরিসংখ্যান জানান দিচ্ছে বেশ জমজমাট হবে নক আউট পর্বের এই লড়াই।