বিপিএল মাঠে গড়াবে ডিসেম্বরেই; ৫ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা

ইফতেখার মিঠু (বামে), আমিনুল ইসলাম বুলবুল (ডানে)
ফুটবল
এখন মাঠে
0

আগামী ডিসেম্বর-জানুয়ারিতেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর এই আসর থেকেই পাঁচ বছরের জন্য দেয়া হচ্ছে ফ্র্যাঞ্চাইজির মালিকানা। দায়িত্ব নেয়ার এক মাসের মধ্যে তৃতীয় সভা করে এমন সিদ্ধান্তের কথা জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান আমিনুল ইসলাম বুলবুল। ছয় ঘণ্টার বৈঠকে নেয়া হয়েছে ক্রিকেটের বিকেন্দ্রীকরণ ও মান উন্নয়নে নানা সিদ্ধান্ত। সভা শেষে ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগস্টেই ভারতের সঙ্গে সিরিজ নিয়ে এখনও আশাবাদী বিসিবি।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘একটু ধৈর্য ধরেন প্লিজ। একটু সাহস দিয়েন, একটু ধৈর্য ধরেন। আমরা আপনাদের হতাশ করবো না।’

বিসিবি সভাপতির কথাটা পরিচিত মনে হচ্ছে না? কাতার বিশ্বকাপ জয়ের আগে অবিশ্বাস্য এক হারের পর ঠিক এই কথাটাই বলেছিলেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। বেসামাল দেশের ক্রিকেট সামাল দিতে তেমন কোনো ম্যাজিক নিয়ে কি হাজির হবেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান?

উত্তর দেবে সময়। তবে আপাতত স্বঘোষিত টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসে দাপিয়ে বেড়াচ্ছেন বিসিবি প্রধান। মে ৩০ থেকে জুনের ৩০, দায়িত্ব নেয়ার এক মাসের মাথায় ডাকলেন তৃতীয় বোর্ডসভা।

ত্রিশেরও বেশি এজেন্ডা নিয়ে প্রায় ছয় ঘণ্টার আলাপ-আলোচনা চালালেও, সভায় সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে বিপিএল ইস্যু। আগামী আসর কবে নাগাদ মাঠে গড়াবে, কয়টা ফ্র্যাঞ্চাইজি থাকবে, কারা দল পাবে, সব বিষয়েই কাটাকুটি করে খসড়া তৈরি করেছেন বোর্ড পরিচালকরা। সঙ্গে আগের ভুলের পুনরাবৃত্তি এড়াতে নেয়া হচ্ছে নানা পদক্ষেপও।

বিসিবি পরিচালক ইফতেখার মিঠু বলেন, ‘বিপিএলে টাইম ফ্রেমটা ঠিক হয়েছে, ডিসেম্বর-জানুয়ারি। মিনিমাম পাঁচ বছরের জন্য দল দিয়ে দেয়া হবে।’

আলোচনায় ছিল ভারত সিরিজও। আগস্টে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা থাকলেও, পেছানোর আবদার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে পূর্বনির্ধারিত সময়েই সিরিজ আয়োজনের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বিসিবি। তার আগে জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়েও আছে আলাদা ভাবনা।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমাদের সঙ্গে আলোচনা হচ্ছে। আমরা বিসিসিআইয়ের সঙ্গে কথা বলেছি। খুব শিগগিরই আপনাদের জানাবো যে আমাদের কী হচ্ছে। পজিটিভ ডিসকাশনই হচ্ছে।’

আইসিসির হয়ে বিশ্বের বিভিন্ন দেশে ক্রিকেট জাগরণে কাজ করে যাওয়া বুলবুলের কমিটি জোর দিচ্ছে ক্রিকেটের বিকেন্দ্রীকরণে। অন্য সবার মতো মুখের বুলি না বানিয়ে এর বাস্তবায়নে নানামুখী সিদ্ধান্তও হয়েছে বোর্ডসভায়। জেলা-বিভাগীয় পর্যায়ে কোচ-আম্পায়ার-ক্রিকেটারদের মানোন্নয়নও আছে ভাবনায়।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘একটা গোপীবাগ আর অন্য একটা ইন্দিরা রোডে মাল্টিপারপাস ক্রিকেটই প্র্যাকটিস হবে সেখানে।’

ইফতেখার মিঠু বলেন, ‘সায়মন টাফেলকে মরা তিন বছরের কন্ট্রাক্টে নিয়েছি। তিন বছর ফেজ-১, ফেজ-২, ফেজ-৩ এ করা হবে। আর এটা দিয়ে আরও ১০-১৫-২০ জন আম্পায়ার ট্রেইনার তৈরি করা হবে। সিদ্ধান্ত নেয়া হয়েছে যে বিপিএল কমিটিতে বাইরের লোক কেউ ইনভলভ করা হবে।’

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘কিছু শর্ট টার্ম প্ল্যান করি, তারপর ভুলে যাই। অনেক কাজ করেছি যেগুলোর কোনো হদিস নেই। আমরা চেষ্টার করবো এমনকিছু করতে যেটা স্থায়ীভাবে থাকবে। আমরা স্থায়ী না কিন্তু আমাদের কাজগুলো যেন স্থায়ীভাবে থাকে। সামনে যেই আসুক সে যেন স্বস্তিতে কাজটা শেষ করত পারে।’

এসবের মধ্যেই উঠে আসে জাতীয় দলের ক্যাপ্টেন্সি ইস্যুও। তবে সিরিজ চলাকালে এসব নিয়ে কথা বলতে রাজি নন বিসিবি বস।

এসএস