রোনালদোর কথায় কেউ হেসেছেন, কেউ করেছেন বিদ্রুপ। কিন্তু এবার কী বলবেন তারা? সৌদি লিগকে বিশ্বের সেরা পাঁচ লিগের একটি বলার মাত্র একদিনের ব্যবধানে সেই দাবিকেই যেন সত্যি করে দেখিয়ে দিল আল হিলাল।
ক্লাব বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপে ইতিহাস গড়েছে সৌদি ক্লাবটি। একদিকে সিটির স্কোয়াড মূল্য প্রায় ৭৯ কোটি পাউন্ড, অন্যদিকে আল হিলালের মাত্র ১৫ কোটি ইউরো।
আরো পড়ুন:
তবুও ফুটবল জয়ী হয়েছে সাহস আর দক্ষতায়। স্প্যানিশ পত্রিকা 'মার্কা' তাই শিরোনাম করেই ফেলেছে—'এখন কে রোনালদোর কাছে ক্ষমা চাইবে?'
প্রশ্নটা এখন শুধু সাংবাদিকদের নয়, বরং ফুটবল বিশ্বজুড়েই।