কোয়ার্টার ফাইনালে আসার পথে দুই দলই উপহার দিয়েছে আসরের অন্যতম সেরা চমকের। ফ্লুমিনেন্স রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে বিদায় করেছে চ্যাম্পিয়ন্স লিগের রানার্স-আপ ইন্টার মিলানকে। আর আল হিলাল ৪-৩ গোলের উত্তাপ ছড়ানো ম্যাচে বিদায় করেছে ফেভারিট ম্যানচেস্টার সিটিকে।
হাইভোল্টেজ এ ম্যাচটি হবে অরলান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে। দুই দলই এ ম্যাচে মাঠে নামছে দুর্দান্ত রেকর্ড নিয়ে। ফ্লুমিনেন্স এর আগে টানা ১০ ম্যাচ অপরাজিত। অন্যদিকে আল হিলাল এ ম্যাচে মাঠে নামছে টানা ৯ ম্যাচ অপরাজিত থেকে।