লিভারপুলকে পাশে পাচ্ছে জোটার পরিবার

লিভারপুলকে পাশে পাচ্ছে জোটার পরিবার
ফুটবল
এখন মাঠে
0

দিয়েগো জোটার মৃত্যুতে এখনো শোকাহত ফুটবল দুনিয়া। পর্তুগালের স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) সকালে অনুষ্ঠিত হয়েছে জোটা এবং আন্দ্রের শেষকৃত্য। তবে এখনই নিজ দলের এ খেলোয়াড়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে না লিভারপুল। ক্লাবের পক্ষ থেকে জোটার চুক্তি অনুযায়ী বেতন এবং সন্তানদের জন্য ফান্ড গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

'ইউ উইল নেভার ওয়াক এলন'— তুমি কখনোই একা হাঁটবে না। লিভারপুল তাদের ক্লাবের স্লোগানটাই যেন আরো একবার মনে করিয়ে দিলো ফুটবলের দুনিয়াকে। 

দলের পর্তুগিজ তারকা দিয়েগো জোটাকে বিদায় জানাচ্ছে ঠিকই, তবে জোটার পরিবারকে যেন একাকী পথ চলতে না হয়, সেই উদ্যোগটাই নিয়েছে এবার মার্সিসাইডের ক্লাবটি। পর্তুগিজ গণমাধ্যম রেকর্ড এবং অস্ট্রেলিয়ার নিউজ ডট কম নিশ্চিত করেছে, জোটার পরিবারের দায়িত্বটাও এবার নিচ্ছে লিভারপুল।

পর্তুগিজ গণমাধ্যমের খবর বলছে, ২০২২ সালে করা চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত লিভারপুলের অংশ দিয়েগো জোটা। সেই চুক্তির বাকি আছে আরও ২ বছর। অলরেডরা সেই চুক্তি পূরণ করবে। 

দিয়েগো জোটার পরিবার এবং তার তিন সন্তানের কথা বিবেচনা করেই ক্লাবটি চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ করবে। সেইসঙ্গে জোটার তিন সন্তানের জন্য আলাদা একটি বিশেষ শিক্ষা ফান্ড তৈরি করা হবে লিভারপুলের পক্ষ থেকে, এমন দাবিও করেছে পর্তুগালের গণমাধ্যমটি।

২০২২ সালের সেই চুক্তি অনুযায়ী, লিভারপুল থেকে সপ্তাহে ১ লাখ ৪০ হাজার পাউন্ড বেতন পেয়েছেন জোটা। বাংলাদেশের টাকার অঙ্কে যার পরিমাণ ২ কোটি ২৯ লাখ ৩২ হাজারের বেশি। 

আর এই পুরো অর্থটাই আগামী ২ বছর জোটার পরিবারের কাছে দিয়ে যাবে লিভারপুল। বছরে যার পরিমাণ দাঁড়াবে ৮৫ কোটি ৮৪ লাখ টাকারও বেশি। এ ছাড়া, চুক্তি অনুযায়ী জোটার প্রাপ্য বোনাসও দিয়ে যাবে অলরেডরা।

এর আগে, ক্লাবের পক্ষ থেকে দিয়েগো জোটার ২০ নম্বর জার্সিকে আজীবনের জন্য তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিল লিভারপুল। 

এ ছাড়া, ক্লাবটিতে চলছে শোক কর্মসূচি। তার মৃত্যুর পর থেকে বন্ধ রয়েছে ক্লাবের অফিসিয়াল শপ এবং অন্যান্য কার্যক্রম।

এসএইচ