প্রথমবারের মতো নারী ফুটবলে মিলিয়ন পাউন্ডের দলবদল

নারী ফুটবলার
ফুটবল
এখন মাঠে
0

প্রথমবারের মতো নারী ফুটবলে দেখা গেল মিলিয়ন পাউন্ডের দলবদল। ইংলিশ ক্লাব লিভারপুল নারী দল থেকে ১ মিলিয়ন পাউন্ডে আর্সেনালের নারী দলে দলবদল সেরেছেন স্ট্রাইকার অলিভিয়া স্মিথ।

পুরুষ ফুটবলে যখন ১০০ মিলিয়ন পাউন্ডে দলবদল নিয়মিত ঘটনা, তখন নারীদের ফুটবলে চিত্রটা ছিল পুরোপুরি ভিন্ন।

এতদিন পর্যন্ত সবচেয়ে দামি দলবদল ছিল চেলসির নাওমি গিরমার। ৯ লাখ পাউন্ডে গত জানুয়ারিতে দলবদল সেরেছিলেন তিনি।

এবার সেটাকে ছাড়িয়ে গেলেন কানাডার স্ট্রাইকার স্মিথ। লিভারপুলের সঙ্গে চুক্তির দুই বছর বাকি থাকলেও এখনই নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন এই স্ট্রাইকার।

অলরেডদের নারী দলের হয়ে সবশেষ মৌসুমে ২০ ম্যাচে করেছিলেন ৭ গোল। আর কানাডার হয়ে ১৮ ম্যাচে আছে ৪ গোল।

তার এই দলবদলকে নারী ফুটবলের জন্য নতুন এক মাইলফলক বলেই মানছেন ফুটবল বিশ্লেষকরা।

সেজু