এবার হয়তো স্পেন ছাড়তে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। পাড়ি জমাতে পারেন ইংল্যান্ডে। এই ব্রাজিলিয়ানকে পেতে আগে থেকেই আগ্রহ দেখাচ্ছে ইংলিশ ক্লাব আর্সেনাল।
অর্থ যোগানে তাই নিজেদের তিন ফুটবলার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির ম্যানেজার মিকেল আর্তেতা। এরই মাঝে আর্সেনাল দলে ভিড়িয়েছে মার্টিন জুবিমেন্দি, কেপা আরিজাবালাগা এবং ক্রিশ্চিয়ান নোরগার্ডকে।
আক্রমণভাগ আরও শক্তিশালী করতে তাই এদের পর রদ্রিগোকে গুরুত্বের সাথে দেখছে লন্ডন জায়ান্টরা। আসছে গ্রীষ্মে রদ্রিগোকে দলে ভেড়াতে পারে ইংলিশ ক্লাবটি। যার জন্য আর্সেনালকে গুনতে হবে ৮৬ মিলিয়ন ইউরো।