হামজা-ফাহমিদুলরা আসায় জাতীয় দলের শক্তি বেড়েছে, বেড়েছে জনপ্রিয়তাও। ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে জনপ্রিয়তার তুঙ্গে ছিল ফুটবল। তবে ২-১ ব্যবধানে ম্যাচ হারার পর প্রশ্নবিদ্ধ হয়েছে হ্যাভিয়ের কাবরেরার কৌশল। এমনকি ফুটবল অঙ্গন থেকে দাবি উঠেছে জাতীয় দলের কোচকে সরিয়ে দেয়ারও। তবে বাফুফে আস্থা রাখছে কাবরেরাতেই।
বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘কোচ নিয়ে তো এখানে কথা আসেনি। কোচকে নিয়ে আজকে আমাদের যে আলাপ আলোচনা সেটা হচ্ছে ভুলত্রুটি সংশোধন করা। সাজেশন ছিল সবার। সেটার উপর নির্ভর করে আমরা সামনের দিকে হাঁটছি।’
জনপ্রিয়তার উর্ধ্বগতির বিপরীতে ফিফা র্যাংকিংয়ের নিম্নগতিতে একটু নড়েচড়েই বসেছে বাফুফে। র্যাংকিংয়ে উন্নতির লক্ষ্যে তাই দীর্ঘমেয়াদি বিশেষ পরিকল্পনার পথে হাঁটছে বাফুফে।
ন্যাশনাল টিমস কমিটির সদস্য শাহাদাত হোসেন বলেন, ‘আমরা খেলেছি ফুটবল কিন্তু কখনো ফিফা র্যাংকিং নিয়ে চিন্তা করেনি। সিঙ্গাপুরের সাথে হেরে কিছুটা ডাউন হয়েছে। তিন বছরের একটা প্ল্যান করছি। সেখানে টার্গেট ফিফা র্যাংকিং কি হতে পারে সে অনুযায়ী প্ল্যান করা হচ্ছে। এছাড়া সেভাবে বাজেট ও ম্যাচ খেলা হবে।’
এশিয়ান কাপ বাছাইয়ে হংকং ও ভারতের বিপক্ষে অক্টোবর-নভেম্বরে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে জাতীয় দলকে দুটি প্রস্তুতিমূলক দুটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। ইতোমধ্যে যদিও এক ম্যাচের প্রতিপক্ষ হিসেবে নেপালের নাম জানা গেছে। তবে শক্তিশালী প্রতিপক্ষের খোঁজে থাকায় বাতিল হতে পারে নেপাল ম্যাচ।
এদিকে, জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-২৩ দলকেও শক্তিশালী করার দিকে মনোযোগী ফুটবল ফেডারেশন। শীঘ্রই শুরু হবে ২৩ দলের ক্যাম্প। সেখানে উন্মুক্ত ট্রায়াল থেকে সুযোগ পেতে পারেন ৬-৭ ফুটবলার। এমনকি ক্যাম্পে দেখা যেতে পারে কিউবা-মিচেল ফাহমিদুলদেরকেও।