দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালায় বাংলাদেশ।
নেপালও পাল্টা প্রতিরোধ করে। এরই মধ্যে ১৩ মিনিটে সিনহা শিখার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৩৭ মিনিটে শান্তির ক্রসে গোল করে ব্যবধান বাড়ান আগের ম্যাচে হ্যাট্রিক করা সাগরিকা।
দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে মারামারিতে জড়িয়ে লাল কার্ড দেখেন সাগরিকা ও সিমরান। এরপর কিছুটা অগোছালো ফুটবল খেলে দুই দল।
৭৫ মিনিটে বাংলাদেশ ডিফেন্ডার পেছন থেকে ফাউল করলে পেনাল্টি পায় নেপাল। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-১ করেন আনিশা রাজ। গোল খেয়েই কিছুটা ডিফেন্সিভ খেলা শুরু করে বাংলাদেশ। ৮৫ মিনিটে মিনার গোলে স্কোর লাইন ২-২ করে নেপাল।
শেষ ১০ মিনিটে বেশ কয়েকটি আক্রমণ চালায় হিমালয় কন্যারা। তবে অতিরিক্ত সময়ে শেষ মিনিটে চমৎকার এক কাউন্টার এটাকে নেপালের কফিনে শেষ পেরেক ঠুকেন তৃষ্ণা।
চার দলের এ রাউন্ড-রবিন ভিত্তিক আসরে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু'বার করে খেলবে। মোট ছয় ম্যাচের এই লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলই হবে চ্যাম্পিয়ন।