আলকারাজকে হারিয়ে প্রথমবার উইম্বলডন শিরোপা জিতলেন ইয়ানিক সিনার

উইম্বলডন শিরোপা হাতে ইয়ানিক সিনার
ফুটবল
এখন মাঠে
0

আলকারাজকে হারিয়ে প্রথমবার উইম্বলডন শিরোপা জিতলেন বিশ্বের সেরা টেনিস তারকা ইতালির ইয়ানিক সিনার। সিনার ১ম গেমে পিছিয়ে থেকেও জিতেছেন পরের ৩ সেট। অন্যদিকে, এ নিয়ে টানা তিন বার উইম্বলডন জয়ের সুযোগ হাতছাড়া হলো কার্লোস আলকারাজের।

আক্রমণাত্মক টেনিস, নিখুঁত পরিকল্পনায় প্রথম উইম্বলডন শিরোপা জিতলেন ইতালিয়ান তারকা ইয়ানিক সিনার। ঘাসের কোর্টে এই প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সিনার। বিশ্বের ১ নম্বর তারকা জিতেছেন ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে।

তিন ঘণ্টা চার মিনিটের লড়াইয়ে ফ্রেঞ্চ ওপেনের বদলা নিলেন তিনি। ৬ বার উঠে এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে হারলেন আলকারাজ।

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও সার্ভিস করতে গিয়ে এক সময় ৪০-০ গেমে এগিয়ে ছিলেন সিনার। সেখান থেকে তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচিয়ে ট্রফি জিতেছিলেন আলকারাজ। এবারও ৪০-০ এগিয়ে থেকে একটি পয়েন্ট খুইয়েছিলেন আলকারাজের কাছে। 

কিন্তু দারুণ এক ‘এস’ সার্ভিসে আলকারাজকে হতবাক করে দেন সিনার। দু’হাত দু’পাশে ছড়িয়ে কিছুক্ষণ দর্শকদের অভিবাদন গ্রহণ করেন তিনি। এরপর হাঁটু মুড়ে র‍্যাকেটে মাথা ভর দিয়ে কোর্টেই বসে থাকেন কিছুক্ষণ। দু’বার হাতের তালু দিয়ে কোর্টের ঘাস চাপড়ে চলে যান গ্যালারিতে কোচদের কাছে।

২০০৬-২০০৮ টানা তিন বছর ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডন ফাইনাল খেলেছিলেন রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল। এর মধ্যে ২০০৮ এর উইম্বলডন ফাইনালকে শতাব্দীর সেরা টেনিস ম্যাচ হিসাবে ধরা হয়। 

আলকারাজও এখনকার ক্লে কোর্টের রাজা। তবে সিনারের তিনটি গ্র্যান্ড স্ল্যামের তিনটিই হার্ডকোর্টে। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হারলেও উইম্বলডনে করেননি ভুলের পুনরাবৃত্তি। ফাইনালে সিনারের আগ্রাসনে উইম্বলডনে থেমে গেলো আলকারাজের টানা ২৪টি ম্যাচ জেতার দৌড়।

ইতালির প্রথম খেলোয়াড় হিসাবে উইম্বলডন জিতলেন সিনার। চার মেজর গ্র্যান্ড স্ল্যামের মধ্যে আগেই জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন। বাকি রইলো শুধু ফ্রেঞ্চ ওপেন।

এসএইচ